শৈলকুপায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম রুখতে স্থানীয় আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলার শেখপাড়া বাজারে ত্রিবেণী ও মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইবি ছাত্রলীগের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
জানা যায়, শৈলকুপায় হটাৎ করে বিএনপির বিক্ষোভ মিছিলের কথা জানতে পেরে থমথমে অবস্থান বিরাজ করছিল উপজেলার শেখপাড়াসহ আশেপাশের বিভিন্ন লোকালয়ে। এ বিক্ষোভের কথা মুর্হুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় তা প্রতিহত করতে হটাৎ বিক্ষোভ মিছিলের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিবেনী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মোল্ল্যা, সাধারণ সম্পাদক বকুল জোয়ার্দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আল আজাদ পিকুল, সাধারণ সম্পাদক হৃদয় জোয়ার্দার, স্থানীয় আওয়ামীলীগের নেতা ইলিয়াস জোয়ার্দার, রিংকু জোয়ার্দার, মির্জাপুর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্থানীয় আওয়ামীলীগের নেতা রেন্টু, ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় শতাধিক স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
No comments