ঝিনাইদহে প্রশিক্ষিত দুঃস্থ যুব মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে প্রশিক্ষিত দুঃস্থ যুব মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মনিরা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম, রোটারিয়ান এ কিউ সিদ্দিকী, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার ২৮ জন গরিব, দুঃস্থ প্রশিক্ষিত যুব মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরে তাদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
No comments