সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঢাকায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে । এতে ব্যনার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচী চলাকালে কালের কন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম মেহেদী হাসান জিকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে হামলাকারী মুন্নাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। দ্রুত গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
No comments