ঝিনাইদহে যুবদলের দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের এইচএস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মুক্তাক আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ও পরে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
No comments