ঝিনাইদহে নলডাঙ্গা বাজার দোকান মালিক ও বনিক সমিতির কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি-

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা দোকান মালিক ও বনিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নলডাঙ্গা বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, আ’লীগ নেতা আব্দার হোসেন, আবুল হোসেন, বাজার মালিক বনিক সমিতির শামসুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান পিপুল, নলডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদ হোসেন, আ’লীগ নেতা শিমুল বিশ্বাস, আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বাজারের উন্নয়নের স্বার্থে সমগ্র বাজারকে একটি কমিটি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়। স্থানীয় বাজার ব্যবসায়ীদের সমর্থনে ইমদাদুল হক সোহাগকে সভাপতি, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খান রিপনকে সাধারন সম্পাদক ও জাকির হোসেন পান্নুকে কোষ্যধাক্ষ নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।


No comments

Powered by Blogger.