ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গরুর খামার

ঝিনাইদহ প্রতিনিধি-

কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহে লন্ডভন্ড হয়ে গেছে এক খামারীর গরুর খামার। ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের এম আর এইচ এগ্রো ফার্ম (ডেইরি) ফার্ম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ক্ষতিগ্রস্থ খামারী রোকনুজ্জামান রিপন জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০১৫ সালে ধনঞ্জয়পুর গ্রামে একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন। তার খামারে রয়েছে ৪৩ টি গরু ও ১৩ টি ভেড়া। হঠাৎ শনিবার সকালের ১০ মিনিটের ঝড়ে তার খামার লন্ডভন্ড হয়ে যায়। উড়ে গেছে খামারের টিন। ভেঙ্গে গেছে খামারের অধিকাংশ স্থান। খোলা আকাশের নিচে গরু ও ভেড়াগুলোরে রাখা হয়েছে।

রোকনুজ্জামান রিপন বলেন, ঝড়ে আমার খামার পুরোটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি সরকারের সহযোগীতা কামনা করেছেন।


No comments

Powered by Blogger.