ঝিনাইদহের ৪টি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত রাজেট ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পদ্মাকর, ঘোড়শাল ও কালিচরণপুর ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক বাজেট ঘোষনা করা হয়। 

সোমবার সকাল ১০ টায় পদ্মাকর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯৫ লাখ ৯৮ হাজার ৭’শ ৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করে চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহরুখ আহমেদ আকাশ, হিসাব সহকারী রাজু আহমেদ, ইউপি সদস্যগন, ঈমাম, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় উন্মুক্ত বাজেট ঘোষনা করে চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এ অর্থবছরে ১ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪৫ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ইউপি সচিব প্রতাব আদিত্য বিশ্বাস, ক্যাম্প ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি কুমারসহ অন্যান্যরা।

বেলা ১২ টার দিকে কালিচরণপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯২ লাখ ৪৬ হাজার ৩’শ ৬৩ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহামন, হিসাব সহকারী রোজনুজ্জামান,  বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফসহ স্থানীয়রা। এছাড়াও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৮ মে শনিবার সকালে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫’শ ৮০ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। এসসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সোহাগ আলী, ইউপি সদস্যগন, ঈমাম, পুরোহিত, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


No comments

Powered by Blogger.