ঝিনাইদহের প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মাড়–ন্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো-হানিফ মোল্লার স্ত্রী তন্নী বেগম, লুকমান মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা, সবুজ হোসেন, টুটুল হোসেন, লুকমান মোল্লার স্ত্রী মোমেনা খাতুন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে সবুজ হোসেনের সাথে মাছ ধরাকে কেন্দ্র করে পার্শবর্তী মুক্তারামপুর গ্রামের আসাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আসাদের চাচাতো ভাই সন্ত্রাসী হারুন ও তার ছোট ভাই আরব আলী সবুজকে মারধর করে। বিকালে সদর উপজেলার কালা গরুর হাট থেকে ফেরার পথে সবুজের বড় ভাই আবু সাঈদ মোল্লাকে মারার জন্য তাড়া করে হারুন ও তার লোকজন। পরবর্তী রাত ৮ টার দিকে হারুন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সবুজের বাড়িতে হামলায় চালায়। তারা। সবুজসহ তার পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments