ঝিনাইদহে জমি থেকেই কৃষকের ভূট্টা চুরি


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে জমি থেকেই এক কৃষকের প্রায় ২ বিঘা জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই্ ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফজলু হক জানান, পান্তাপাড়া গ্রামে আড়াই বিঘা জমি লীজ নিয়ে ভ্ট্টূা আবাদ করেছেন তিনি। সোমবার রাতে কে বা কারা তার আড়াই বিঘা জমির মধ্যে ২ বিঘা জমির ভূট্টা কেটে নিয়ে যায়। সেই সাথে জমিতে থাকা ভুট্টা নষ্ট করে দিয়ে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে জমিতে ভুট্টা কাটতে এসে এ অবস্থায় দেখতে পায় কৃষক ফজলু হক। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ভূট্টা চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


No comments

Powered by Blogger.