ঝিনাইদহে সদর হাসপাতালে ২ টি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর হাসপাতালে ২টি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ূম শাহারিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।

এ ভেন্টিলেশনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের সুচিকিৎসা প্রদান করা সম্ভব হবে বলে জানান আয়োজকরা।

No comments

Powered by Blogger.