ভাইয়ের উপর অভিমান করে বোনের আতœহত্যা
বাবুল আক্তার, কালীগঞ্জ॥
কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ডে নিজের খাবার হোটেলে কর্মচারীর সাথে কাজ করেন বাবা পরিতোষ ও ছেলে আশিক। হোটেলের টুকি টাকি কাজ নিয়ে বাপ- ছেলের মধ্যে প্রায় ছগড়া বিবাদ লেগে থাকতো। সোমবার সকালে এই নিয়ে দোকানে ঝগড়া হয় বাপ ছেলের মধ্যে। এরপর ছেলে আশিক রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে। এসময় বোন প্রীতি ভাই আশিককে বাড়ি থেকে চলে যেতে বাঁধা দেয় এবং বলে তুমি চলে গেলে আমি আতœহত্যা করবো। এসময় ভাই আশিক বোনে কথা না শুনে বাড়ি থেকে রাগ করে চলে যায়। পরে মা চঞ্চলা সর্মা ছেলেকে খুজতে গেলে বাড়িতে কেহ না থাকায় মেয়ে প্রীতি সর্মা ঘরের ফ্যানের সাথে গামছা পেচিয়ে আতœহত্যা করে। পরে পাশের বাড়ির এক মহিলা চঞ্চলা সর্মাকে ডাকতে যেযে প্রীতির ঘরের ফ্যানে সাথে ঝুলান্ত আবস্থায় দেখতে পান। এসময় স্থানীয়রা প্রীতিকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সোমবার বেলা ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে এঘটনা ঘটে। প্রীতি (১৩) কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের পরিতোষ সর্মার মেয়ে ও সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেবুর রহমান জানান, বাপ-ছেলের মধ্যে মনোমালিন্য হওয়া এক পর্যয়ে ছেলে বাড়ি থেকে চলে যায়। এসময় বাড়িতে কেহ না থাকায় মেয়ে প্রীতি সর্মা ঘরের আড়ার সাথে গামছা পেছিয়ে আতœহত্যা করে। লাস ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
No comments