ঝিনাইদহে আন্ত:জেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আন্ত:জেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে জেলার ৬ টি উপজেলার ৬ টি ও ২ টি ক্লাবের ক্রিকেট টিম অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় শওকত স্মৃতি সংঘ ও রাইজিং টাইগার স্পোটিং ক্লাব। চ্যাম্পিয়ন হয় শওকত স্মৃতি সংঘ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন ভূটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহা.আবু বকর ছিদ্দিক, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন।
No comments