এনডিএফ বিডি ঝিনাইদহ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান
ঝিনাইদহ প্রতিনিধি-
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র ঝিনাইদহ জেলার শাখার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক ব্যানার্জী। অনুষ্ঠানে সংগঠনের জেলা প্রধান রাকিব হাসান ও পরিচালক (সার্বিক) ফাহিম মোন্তাছির রহমান এর নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No comments