না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক সাইফুলের নানী

 


নিজেস্ব প্রতিবেদকঃ

সাইফুল ইসলাম এর নানী মোসাম্মাৎ আঁয়চান নেছা (৯৫) আর নেই।বুধবার দিবাগত রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত্যু আঃ রাজ্জাক মিয়ার স্ত্রী সাংবাদিক সাইফুল ইসলাম এর  নানী তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ... রাজেউন)।

বুধবার সকাল ১১ টার দিকে তার নিজ বাড়িতে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি তিন মেয়ে এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের রাজনৈতিক নেতারা শোকবার্তা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


1 comment:

  1. Baccarat – Beginner's Guide to Playing Baccarat - FABCasino
    In essence, there's nothing quite 제왕 카지노 like the other types of Baccarat. To play the game, you septcasino must first learn the rules and learn the rules. In practice, you are 바카라 사이트 required

    ReplyDelete

Powered by Blogger.