ঝিনাইদহে গাছ আলু প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে গাছ আলু প্রদর্শণীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তণ পরিচালক কৃষিবিদ ড. মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, যশোরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল আনোয়ার,  যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিভাশ চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে আওতায় সাধুহাটি গ্রামে গাছ আলুর প্রর্দশনী দেওয়া হয়েছে। স্বল্প সময়ে অল্প খরচে গাছ আলুর ভালো ফলন পেয়েছে কৃষক। এতে কৃষক লাভবান হয়েছে। গাছ আলুর আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের এই প্রকল্প। মাঠ দিবস থেকে গাছ আলুর চাষ পদ্ধতি ও সুফল সম্পর্কে উপস্থিত কৃষক-কৃষাণীদের পরামর্শ দেওয়া হয়।


No comments

Powered by Blogger.