ঝিনাইদহ কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার সকালে সারাদেশে এসএসসি ফল প্রকাশ করা হয়। যশোর শিক্ষা বোর্ডের অধিনে কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ সফলতা অর্জন করেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, এবছর ২শত ৮৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২শত ৮৭ জন উত্তীর্ন হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১শত ৪ জন, এ গ্রেড পেয়েছে ১শত ৩৩জন, বি গ্রেড পেয়েছে ৫০ জন। দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যশোর বোর্ডের সফলতার সাথে সুনাম অক্ষুন্ন রেখেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।


No comments

Powered by Blogger.