ঝিনাইদহে ডায়াবেটিস মেলিটাস ব্যবস্থাপনায় নতুন মাত্রা বিষয়ক সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ডায়াবেটিস মেলিটাস ব্যবস্থাপনায় নতুন মাত্রা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ফুডসাফারির বদরুন্নেছা কনভেনশন সেন্টারে জিসকা ফার্মাসিউটিক্যালস’র সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি।
সংগঠনটির জেলা শাখার সভাপতি মীর নাসির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফোটন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন বারডেম’র অধ্যাপক ডা: ফারুক পাঠান, ডা: আব্দুর রশিদ, ডা: মীর নজরুল ইসলাম, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি খো: সাখাওয়াৎ হোসেন, জিসকা ফার্মাসিউটিক্যালস’র ন্যাশনাল সেলস ম্যানেজার সৈয়দ নাইমুল হাসান। অনুষ্ঠানে চিকিৎসকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিসের এতো ঝুঁকি থাকার পরেও যতো মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয়। তাই ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে চিকিৎসকসহ অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
No comments