ঝিনাইদহে তরী সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে তরী সমাজ কল্যান সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের সিকদার মার্কেটে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি এফকে কবিতা’র সভাপত্বিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসান ইমরান রঞ্জু। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিবৃন্দ।


No comments

Powered by Blogger.