ডাকবাংলা বাজারে অপসোনিন ফার্মাসিটিক্যালের উদ্যোগে পিসি কনফারেন্স অনুষ্ঠিত



সাইফুল ইসলাম ডাকবাংলা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে "অপসোনিন ফার্মাসিটিক্যালের" উদ্যোগে পিসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে ডাকবাংলা বাজারের নুরজাহান ডায়াগনস্টিক সেন্টারের "লিটিল স্টার" কিন্ডারগার্টেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ পিসি (পল্লী চিকিৎসক ) কনফারেন্সে বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড ফার্মাসিষ্ট সমিতির ডাকবাংলা শাখার সভাপতি সুলতান আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অপসোনিন ফার্মাসিটিক্যাল এর এরিয়া ম্যানেজার জনাব হাফিজুর রহমান। 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড ফার্মাসিষ্ট সমিতির ডাকবাংলা শাখার সাধারণ সম্পাদক শামীম রেজাসহ অত্র সংগঠনের সকল পিসি (পল্লী চিকিৎসক ) গন।
অপসোনিন ফার্মাসিটিক্যাল এর এরিয়া ম্যানেজার জনাব হাফিজুর রহমান তার কোম্পানির বিভিন্ন ওষুধের বিষয়ে আলোচনা করেন এবং প্রত্যেক পিসি (পল্লী চিকিৎসক) দের এক বক্স করে গ্যাসের ট্যাবলেট ফিনিক্স নিতে অনুরোধ  করেন।

No comments

Powered by Blogger.