ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে ৩৬ হাজার মাস্ক বিতরণ শুরু

 ঝিনাইদহ প্রতিনিধি-

করোনার সংক্রমন প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঝিনাইদহে ৩৬ হাজার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ শুরু হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আগামী ৭ দিন সদর উপজেলার ২১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৬ হাজার মাস্ক বিতরণ করা হবে।



No comments

Powered by Blogger.