৭ অক্টোবর থেকে ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তির আবেদন শুরু

 

নাইমুর রহমান বিপ্লব, ইবি:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৭ অক্টোবর এবং ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। রবিবার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ২ নভেম্বর ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদে তিনটি বিভাগে মোট আসন রয়েছে ২৪০টি। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত পন্থায় ৮৫০ টাকা জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওযেবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।


 

No comments

Powered by Blogger.