মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রোববার সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মোল্লা বরিশালের আজলঝারা উপজেলার পুর্ব সুজনকাটি গ্রামে মৃত করিম মোল্লার ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক  মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়। এসময় ১১’শ পিচ ইয়াবাসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

No comments

Powered by Blogger.