মহেশপুরে ফেনসিডিলসহ আটক এক জন
মোঃ মোমিনুল ইসলাম মহেশপুর প্রতিনিধি - মহেশপুর উপজেলার মান্দারতলা বাজার থেকে ১৩৩ বোতল ফেনসিডিলসহ হাসান আলী (৫০ ) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব ঝিনাইদহ -৬ ক্যাম্প । জানা যায় মান্দারতলা বাজার জয়নাল আবেদীনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে । হাসান আলী মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রামের আনসার সর্দারের ছেলে ।
No comments