প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের আয়োজনে এ খাদ্য বিতরণ করা হয়। র‌্যাব ক্যাম্প কার্যালয় চত্বরে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ১’শ জন এতিম, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

তাদের মাঝে খাবার বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, স্কোয়াড কমান্ডার এসপি তারেক আমান বান্না। প্রধানমন্ত্রীর জন্মদিনে খাবার পেয়ে তার দীর্ঘায়ু কামনা করেন এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলো।


No comments

Powered by Blogger.