ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপণ
ঝিনাইদহ প্রতিনিধি-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ‘এসে দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’।
কুমড়াবাড়ীয় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ‘এসে দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জহির রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাখাওয়াত হোসেন।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে তালবীজ রোপনের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাঠ, নদীর ধারে ৪ হাজার তালবীজ রোপন করা হয়।
No comments