ঝিনাইদহে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিআরডিবি’র পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন নারী ও ২ জন পুরুষ খামারী ও উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এর আগে ১৭ জনকে ১৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
No comments