ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নতুন ওসি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম ঝিনাইদহ থেকে-  ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নতুন যোগদান করা ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নতুন যোগদান করা ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা। 


জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান (সন্টু)সহ অত্র সংগঠনের সাংবাদিকবৃন্দগন।

এবিষয়ে নবাগত ওসি বলেন, পুলিশদের এবং সাংবাদিকদের কাজে পরস্পর অতপ্রতভাবে মিল রয়েছে । যে কারণে তথ্য বিষয়ক কাজে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন

তিনি আরও বলেন, থানার আওতাধীন সকল মানুষ যেনো আইনের সহযোগিতা পায় তার জন্য আমাদের আপ্রান চেষ্টা থাকবে। সবার সহযোগিতা পেলে ঝিনাইদহ সদর থানাকে একটি মডেল থানা হিসাবে গড়তে চাই ইনশাল্লাহ।

এর আগে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু। 

No comments

Powered by Blogger.