সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ’র সম্পাদকসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেরকন্ঠ’র জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দোলোয়ার কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সম্পাদক কে এম সালেহ, আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অন্যান্যরা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। এসময় বক্তারা, সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
No comments