দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রতিবেদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ।

 

   



মোঃ মোমিনুল ইসলাম  মহেশপুর প্রতিনিধি -
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রতিবেদকের উপর হামলার প্রতিবাদে মহেশপুর  প্রেসকিলাবে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসকিলাবের সভাপতি মোঃ সরোয়ার হোসেন। বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি খাইরুজ্জামান চপল,  জালাল উদ্দিন জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল , সোহেল রানা সাব্বির হোসেন , আশিকুর রহমান , সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ,সহ-সাগঠনিক সম্পাদক সেলিম রেজা , রেজাউল ইসলাম , অর্থ-সমপাদক জামশেদ আলম বকূ , সহ- অর্থ সম্পাদক আহসান হাবীব , সাইদুর রহমান । সদস্য উপস্থিত ছিলেন জসিম উদ্দিন ,কাসিম উদ্দিন , আব্দুর রহিম , রিপন আলী , মশিয়ার রহমান , আর এস  রনি , আহসান হাবীব সাগর , মমিনুর রহমান , খলিলুর রহমান , মহসিন আলী খোকন , মিজানুর রহমান ,ও রনক সাবারিয়া শাকিল  । বক্তাগন দোষী দের  দৃষ্টান্ত মূলক শাস্তির আহ্বান জানান। সব শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন ।



No comments

Powered by Blogger.