সীমান্ত অবৈধ পারাপারের অপরাধে ১০ জন আটক
অন্যদিকে একই উপজেলার জুলুলী বাজার বাসষ্ট্যান্ড মোড় হতে বাংলাদেশী নাগরিক ৭ জনকে (পুরুষ- ০৩ জন, নারী- ০২ জন এবং শিশু- ০২ জন) অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নলবুনিয়া গ্রামের সোহরাব তালুকদারের ছেলে মোঃ আব্দুর রহিম (৩০), মোঃ আব্দুর রহিম তালুকদারের ছেলে রবিউল তালুকদার (০৭) এবং একই জেলার মংলা থানার মিঠাখালী গ্রামের মোঃ জামাল শেখ এর ছেলে মোঃ রোমান শেখ (২৫)। যশোর জেলার অভয়নগর থানার সরাডাংগা গ্রামের মৃত কার্তিকচান মন্ডল এর ছেলে কালাচান মন্ডল (৬০), মাদারীপুর জেলার রাজৈর থানার তাতীকান্দা গ্রামের মৃত আঃ আলী শেখ এর ছেলে মোঃ আঃ রাজ্জাক (১৮), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার যাত্রাবাড়ী গ্রামের উবায়দুল ফকির এর স্ত্রী আছমা বেগম (৩৫) এবং সাথে ছেলে জাহিদুল ইসলাম (১৯), খুলনা জেলার সোনাডাংগা থানার কয়রা গ্রামের মোঃ জিয়াউর রহমান এর স্ত্রী নাজমা খাতুন (৩৫) সাথে মেয়ে নাজিয়া আফরিন সাফা (১১) এবং ছেলে তাহসিন আহমেদ আপন (০৯)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা কার্যক্রম হয়েছে।
No comments