জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে জেলা গণপূর্ত বিভাগের আয়োজনে এ খাদ্যাসামগ্রী বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১’শ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন গণপুর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন গণপুর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন, ইরশাদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোত্তালেব, উচ্চমান সহকারী সাইফুজ্জামানসহ অন্যান্যরা। করোনাকালে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান, মাস্ক পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।
No comments