ঝিনাইদহের হরিণাকুণ্ডে পারিবারিক কলহে নববিবাহিত স্বামী-স্ত্রী’র মৃত্যু
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আলী হোসেন মন্ডলের ছেলে রাহিন মন্ডল(২৪) একই জেলার মহেশপুর উপজেলার সামন্তা ইউনিয়নের ডালভাঙা গ্রামের আমির হোসেনের মেয়ে আকিতারা খাতুন (২০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক থাকায় তারা গত ৫মাস আগে পারিয়ে বিয়ে করে। পরে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। ছেলের শশুর বাড়ির আত্মীয় আসাকে-যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য বিবাদ লেগেছিল।
আজ দুপুরে ঘরের দরজা বন্ধ দুজনেই বিষপান করে। পরে বাড়ির লোক ও প্রতিবেশীরা টের পেয়ে দরজা ভেঙ্গে দুজনকেই বের করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আকিতারা মৃত্যু বরণ করে। এরপর ঠিক ১০মিনিট পর রাহিনও মৃত্যু বরণ করে বলে জানায় কর্মরত চিকিৎসক শামীমা সুলতানা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
No comments