গাইবান্ধায় এক রশিতে ঝুলন্ত দুই বন্ধুর লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধ-
তারা উপজেলার চুনিয়াকান্দি গ্রামের রামচন্দ্র দাশের ছেলে মৃণাল দাশ ও পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মিঠা সাধু চন্দ্র দাশের ছেলে সুমন চন্দ্র দাস। তারা পেষায় মাছের ব্যবসায়ী ছিলেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, মৃণাল ও সুমন দুইদিন আগে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পেয়ারাপুর গ্রামের একটি আমগাছের ডালে একই রশিতে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা গাইবান্ধা সদর থানায় খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, তিন ব্যক্তির ছবি, ছুরি, কাচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে।
No comments