বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ , মামালা দায়ের

ঝিনাইদহ প্রতিনিধি-

বিয়ের প্রলোভন দেখিয়ে তিন মাস ধরে এক বিধবা নারীকে ধর্ষণ করে আসছিলো আবু বকর মন্ডল (৫৫) নামে এক লম্পট। সোমবার ভোর রাতে আবারো ঘরে প্রবেশের চেষ্টা করে। ওই বিধবা দরজা না খুলতে চাইলে আবু বকর মন্ডল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে আবারো ধর্ষণ করে।  এ সময় কৌশলে ঘরের মধ্যে লম্পট আবু বকরকে আটকে ফেলে ওই বিধবা নারী। তার চিৎকার চেচামেচিতে পাড়া প্রতিবেশি ছুটে আসে ঘটনাস্থলে। লম্পট আবু বকর এ সময় বিধবা ওই নারীকে দা দিয়ে আঘাত করে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। আবু বকর ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা মাঠপাড়ার মৃত আবুল মন্ডলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিতা নারীকে মঙ্গলবার ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। থানায় দায়েরকৃত এজাহারের উদ্ধৃতি দিয়ে ঝিনাইদহ সদর থানা ওসি (তদন্ত) এমদাদুল হক মঙ্গলবার বিকালে জানান, ওই নারী বিধবা। বাড়িতে একা থাকেন। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আবু বকর ওই নারীর সঙ্গে শরিরীক সম্পর্ক গড়ে তোলে। গত রোববার ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে আবারো ধর্ষণ করে। এখন আর আবু বকর বিয়ে করতে রাজি হচ্ছে না। এ জন্য ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। ওসি আরো জানান,আসামী পলাতক রয়েছে। তাকে  গ্রেফতারের চেষ্টা চলছে।


No comments

Powered by Blogger.