ঝিনাইদহে সাংবাদিকদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে কর্মরত ১৮ জন সংবাদকর্মীদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরেল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে জেলার ৬ উপজেলায় কর্মরত ১৮ জন সংবাদকর্মীদের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। করোনাকালে এ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।


No comments

Powered by Blogger.