বৈরি আবহাওয়া: ৫’শ টাকার ফ্রি বাজার পৌঁছে দিচ্ছেন বাড়িতে॥
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে করোনাকালীন সময়ে বিপাকে পড়া কর্মহীন, হতদরিদ্র, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতি পরিবারে ফ্রি ৫’শ টাকার বাজারের আজ ৪র্থ দিন। বৈরী আবহাওয়ায় অসহায় মানুষ আজ বৃহস্পতিবার বাজারে আসতে পারেনি। তারপরও পরিবারগুলো তাদের নিত্য প্রয়োজনীয় বাজার-সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন না। মালিথা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা বিভিন্ন গ্রামে গিয়ে তাদের বাড়িতে বাজার-সামগ্রী পৌঁছে দিচ্ছেন। মহতী এ কাজের নেতৃত্ব দিচ্ছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সাংবাদিক আনিচুর রহমান মিঠু মালিথা। আজ ৫০টি পরিবারে চালসহ কাঁচা বাজার পৌঁছে দেয়া হচ্ছে।
মিঠুমালিথা জানান, গত ২৭ জুলাই উপজেলার নরেন্দ্রপুর মাইটিভি সড়ক সংলগ্ন ঘোষ নগর কৃষি বাজারে মরহুম আব্দুস সামাদ বিশ্বাস ও মিঠু মালিথা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ৫’শ
টাকার বাজারের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ঘোষ নগর বাজারে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় থেকে করোনাকালীন সময়ে বিপাকে পড়া কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকার ফ্রি বাজার চালু করা হচ্ছে। প্রথম দিন প্রধান অতিথি এমপি আনারের উপস্থিতিতে ৩০টি পরিবার ও পরে আরও ২০পরিবারে ফ্রি ৫’শ টাকার বাজার বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ৩০ পরিবার, তৃতীয় দিন ৪০ পরিবার ও চতুর্থ দিন বৈরী আবহাওয়ায় বাজারে আসতে না পারা ৫০টি পরিবারে ফ্রি বাজার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
করোনাকালীন সময়ে বিপাকে পড়া অনুপমপুর গ্রামের আব্দুল মান্নান জানান, খারাপ আবহাওয়ার মাঝেও আমাদের এলাকায় এসে ফ্রি বাজার দিয়ে যাওয়ায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
ফ্রি বাজারের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, বিভিন্ন প্রকারের সবজি, মরিচ, মাছ ও ঠান্ডা জ্বরের ঔষধ। গতবছরেও একইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িছেন বলে জানান সাংবাদিক মিঠু মালিথা।
No comments