ইবির সাবেক শিক্ষার্থী হাফেজ রায়হানের মৃত্যুতে অ্যালামনাই এসোসিয়েশনের শোক প্রকাশ

তরিকুল ইসলাম, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৭-২০০৮ সেশনের কৃতি ছাত্র হাফেজ মোঃ রায়হান মাহমুদ নিজ জেলা মাগুরায় করোনা আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইঝগগট (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১২জুলাই ২০২১ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

হাফেজ মোঃ রায়হান মাহমুদের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল করিম লাডলা এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট আইয়ুব আহমাদুল্লাহ জীবন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ মাহমুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে করোনা থেকে নিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষার জন্য যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।



No comments

Powered by Blogger.