ঝিনাইদহে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মৌচিক কর্মচারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল আশ্রয়ন প্রকল্পে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের রেশন স্টোরের ওজন করণীক লতিফুর রহমার লতিফকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে বামনাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লতিফ কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অমিত কুমার দাস জানান, শনিবার দুপুরে লতিফুর রহমান লতিফ বামনাইল আশ্রয়ন প্রকল্পে যায়। সেখানে ঘরে একা পেয়ে ৩ সন্তানের এক জননীকে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। সেসময় গৃহবধুর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট লতিফ পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু লতিফকে আসামী করে ওইদিন রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেফতার করে।


No comments

Powered by Blogger.