কালীগঞ্জ হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি আনার
স্টাফ রিপোর্টার -
করোনায় আক্রান্ত রোগীদের অক্্িরজেনের চাহিদা মেটাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিলিন্ডারগুলো হস্থান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম, জাহাঙ্গীর সিদ্দিকী, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা শিরিন লুবনা প্রমুখ। এসময় করোনাকালীন হাসপাতালের চিকিৎসা সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন সাংসদ আনার। তিনি রোগীদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনের কথাও জানান।
No comments