ঝিনাইদহে কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান)’এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বারটান খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ডায়েট হোম’র ক্লিনিক্যাল নিউট্রশনিষ্ট ফাহমিদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম। দিনভর এ সেমিনারে ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ ৩৫ জন অংশ নেয়। এসময় কিশোরীদের কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
No comments