হরিণাকুন্ডুতে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হরিণাকুন্ডুর ভেড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচীর আওতায় এ কর্মসূচীর আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। দিনব্যাপী হরিণাকুন্ডু উপজেলার ৫ টি অটিজম স্কুলের ৬০ জন শিক্ষার্থী ১৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে।

খেলা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভেড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রধান সহকারী মিজানুর রহমান, হরিণাকুন্ডুর নিতাই সাধুখাঁ মেমোরিয়াল বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি বিশ্বনাথ সাধুখাঁ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর ইউনিয়নের এ আই টেকনিশিয়ান ডা: কামাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


No comments

Powered by Blogger.