মহেশপুরের সীমান্তবর্তী ৬ ইউনিয়নে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ জারী


 ঝিনাইদহ প্রতিনিধি -

সীমান্তবর্তী জেলা হিসেবে ঝিনাইদহ জেলায় করোনা ভাইরাস পরিস্থিতির পর্যালোচনা এবং করণীয় নিয়ে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক  মজিবর রহমানের সভাপতিত্বে সভায়

 উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, মহেশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল কামরুল আহসান,সিভিল সার্জন ডা.সেলিনা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ সেলিম রেজা (রাজস্ব) এবং ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এবং মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এতে ঝিনাইদহ জেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছু বিধিনিষেধ আরোপের সীদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে সীমান্তবর্তী ইউনিয়ন কাজীর বেড়,শ্যামকুড়,স্বরূপপুর,যাদবপুর,নেপা এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন। এসব এলাকায় সন্ধা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান,শপিংমল সহ গণজমায়েত এবং সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। ৩ জুন থেকে আগামী ১৭ জুন পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।




No comments

Powered by Blogger.