ঝিনাইদহে ২৪ ঘন্টায় বেড়েছে করোনা সংক্রমনের হার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৭ দশমিক ৪১ ভাগ। যা গতকাল ছিল ২৪ দশমিক ৪৫ ভাগ।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে এসেছে। সেখানে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১০ জন। জেলায় মোট মৃত্যু’র সংখ্যা ৫৭ জন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছে ১০ জন।


No comments

Powered by Blogger.