স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি-
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটির উদ্দ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াছিন আলী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগীয় টিম প্রধান আলহাজ্ব জামির হোসেন সহ টিমের সম্মানিত সদস্য বৃন্দ ও জেলা সভাপতি/ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে ৮ই মে ২০২১ মঙ্গলবার বিকাল ৫টায় হাসপাতাল সড়কস্থ কালিগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
No comments