ঝিনাইদহে ৭ দিনের লকডাউন

ঝিনাইদহ সংবাদদাতা -

ঝিনাইদহ জেলার ৬টি পৌর এলাকায় শনিবার থেকে ৭ দিনের  লকডাউন ঘোষনা করা হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান, হঠাৎ করেই করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে ৭ দিনের জন্য বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দুরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকেবে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা। বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি আরো জানান মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ৬টি ইউনিয়নে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৭দিন বাড়ানো হয়েছে। জেলায় শুক্রবার আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৬২ জন।


No comments

Powered by Blogger.