ঝিনাইদহে আউট-অব-চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্য’র আউট-অব-চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্য’র সহযোগিতায় বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সৃজনী বাংলাদেশ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর বিশ্বাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্য’র সহকারী পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান, প্রকল্পের কর্মসূচী প্রধান ওহিদুল ইসলাম, সিনিয়র কর্মসূচী ব্যবস্থাপক রাশেদুল ইসলাম।

আয়োজকরা জানান, আউট-অব-চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এই কর্মসূচী চলবে আগামী ৩ বছর ৭ মাস। ঝড়ে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য সদর উপজেলা ৭০ টি কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন শিশুকে পাঠদান করানো হবে। সেই সাথে শিশুরা পাবে শিক্ষা উপকরণ, বৃত্তি, পোশাক। এসব কর্মসূচী বাস্তবায়নে সদর উপজেলা সকল সরকারী কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন আয়োজকরা।


No comments

Powered by Blogger.