মহেশপুর সীমান্তে ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় গাঁজাসহ কিতাবুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি।
বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত কিতাবুল ইসলাম মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত মুজাম মন্ডলের ছেলে।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে গাঁজা এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। এসময় কিতাবুলের বাড়ির পেছনের মাঠ থেকে ১ কেজি ৬’শ গ্রাম ভারতীয় গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
No comments