অবৈধ সীমান্ত পারাপারার ৯ জন আটক

 ঝিনাইদহ প্রতিনিধি -

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির হাতে ৫ জন পুরুষ,৩ জন নারী ও ১ জন শিশু আটক হয়েছে। বুধবার সকালে জীবননগর বিওপি ও কুসুমপুর বিওপি এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের এর ছেলে  আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের  আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩), অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং পীরগাছ গ্রামের মুনসুর আহমেদের ছেলে  সেলিম (৩৩) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাশগাড়ী গ্রামের  মুকুল মিয়ার স্ত্রী জলি (৩৫)।

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বলেন, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশের সময় জীবননগর বিওপি এলাকা হতে আট জন ও কুসুমপুর বিওপি এলাকা হতে এক জন নারী আটক করা হয়েছে। আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে  জানান।



No comments

Powered by Blogger.