ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার হলিধানী বাজারে এ সহায়তা প্রদাণ করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থা।
পূবালী ব্যাংকের সহযোগিতায় বিতরণ কালে উপস্থিত ছিলেন সংস্থাটির ক্ষুদ্র ঋণ বিভাগের পরিচালক সেলিম রেজা, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সঞ্জয় সাহা, সহকারী পরিচালক রেজাউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার কুন্ডু, হলিধানী শাখার শাখা ব্যবস্থাপক ফরমান আলীসহ পূবালী ব্যাংকের কর্মকর্তারা। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামে ২’শ ৮২ টি পরিবারের মাঝে সহায়তা প্রদাণ করা হয়। ২১ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, লবন, সাবান, স্যালাইন, মাস্কসহ খাদ্য ও সুরক্ষা সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।
No comments