কোটচাঁদপুরে ট্রেনে কেটে ১ বৃদ্ধের মৃত্যু।
মোঃ রোকনুজ্জামান (ঝিনাইদহে) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর ট্রেনে কাটা পড়ে গনেশ চন্দ্র (৬০) নামে একজন মানষিক রুগির মৃত্যু হয়েছে । আজ (২২শে জুন) দুপুর ১২ দিকে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌর ৭নং ওয়ার্ডের মৃত নিতাই চন্দ্র এর ছেলে। নিহত পরিবারের সাথে কথা বল্লে তারা বলেন, গনেশ চন্দ্র বেশ কিছুদিন মানষিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।
স্থানীয়রা বলেন,নিহত গনেশ চন্দ্র চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু ঘটে।
এসময় কোটচাঁদপুর মডেল থানার অফিসার এসআই তৌফিক আনাম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, এটি ট্রেন দূর্ঘটনা,যার কারনে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা লাশটি হস্তান্তর করবে।
No comments